রাজ্যসভা, আজই পাশ হবে তিন আইন

রাজ্যসভায় এই তিন আইন নিয়ে জবাবী ভাষণ দিতে চলেছেন অমিত শাহ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
amit shah bill.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সংসদের শীতকালীন অধিবেশনে বিরোধী সাংসদদের সাসপেন্ডের মাঝেই লোকসভায় পাশ হয়ে গেল ভারতীয় ন্যায় সংহিতা আইন। আইন সম্পর্কে জবাবী ভাষণ দিয়ে সেই আইনের উপর প্রথমেই সিলমোহর দিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এবার নিম্নকক্ষের পর উচ্চকক্ষ। আজই রাজ্যসভায় এই তিন আইন নিয়ে জবাবী ভাষণ দিতে চলেছেন অমিত শাহ। ভারতীয় ন্যায় (দ্বিতীয়) সংহিতা, ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা (দ্বিতীয়) সংহিতা, ২০২৩ এবং ভারতীয় সাক্ষ্য (দ্বিতীয়) সংহিতা, ২০২৩ আজ রাজ্যসভায় পাশ হবে বলে জানা যাচ্ছে। আসলে লোকসভা নির্বাচনের আগেই এই বিল কার্যকর করতে চায় কেন্দ্র। তাই এই শীতকালীন অধিবেশনেই বিল পাশ করাতে তৎপর মোদি সরকার।

 

hiren