নিজস্ব সংবাদদাতা: জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়ে গতকাল বিধানসভায় দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মহিলাদের পড়াশোনা ও তাঁদের সন্তান জন্ম প্রসঙ্গ টেনে এনে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। আর তারপর থেকেই এই বিষয়ে নতুন করে সরব রাজ্য রাজনীতি। এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় মহিলা কমিশনও।
এদিন কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা বলেন, “গতকাল বিহারের মুখ্যমন্ত্রীর বক্তব্য অবমাননাকর ছিল, আমরা এটি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি যেভাবে কথা বলেছিলেন তা বিধানসভায় সি গ্রেড সিনেমার সংলাপের মতো ছিল। সবচেয়ে খারাপ ছিল তার পিছনে বসে থাকা পুরুষরা হাসছিল। তার কাজ এবং অঙ্গভঙ্গিগুলি কুৎসিত রসিকতার মতো ছিল। সবচেয়ে খারাপ হল, স্পিকার এখনও তাঁকে বহিষ্কার করেননি। বিহার বিধানসভার স্পিকারের উচিত তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। একই সাথে তাঁর বক্তব্য অবশ্যই মুছে ফেলা উচিত”।