নিজস্ব সংবাদদাতা : আজ নামিবিয়ান স্ত্রী চিতা জ্বালা ও তার চার শাবককে (যার মধ্যে ২ পুরুষ, ২ নারী, প্রত্যেকের বয়স ১৩ মাস) কুনো ন্যাশনাল পার্কের খাজুরি ফরেস্ট এলাকায় সফলভাবে মুক্তি দেওয়া হয়েছে। এর ফলে বর্তমানে কুনো ন্যাশনাল পার্কে নামিবিয়ান চিতার সংখ্যা বেড়ে ১২টি চিতা হয়েছে। অতিরিক্ত মুখ্য বন সংরক্ষক ও সিংহ প্রকল্পের পরিচালক জানিয়েছেন, ''সবকটি চিতা সুস্থ রয়েছে এবং তারা ভালোভাবে বন্য পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছে।