নিজস্ব সংবাদদাতা : মহারাষ্ট্রে সরকারি হাসপাতালে বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। বড়সড় প্রশ্নের মুখে শিন্ডে সরকার। এবার সুর চড়ালেন উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি প্রশ্ন তোলেন সরকারের দায়িত্ব ও ভূমিকা নিয়ে। বলেন, ''সরকারি হাসপাতালে মৃত্যুর ঘটনায়, শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত বলেছেন, "সরকারি হাসপাতালে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। আট দিনে ১৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সরকার কোথায়? এটা কি সরকারের দায়িত্ব নয়?''