যুক্তরাষ্ট্র ছাড়ল মার্কিন শিশু! শিশু বিতাড়নে ট্রাম্প প্রশাসনের ব্যাখ্যা—পরিবার ভাঙা নয়, একসঙ্গে রাখার চেষ্টা
কটাক্ষ নাকি পরিকল্পনা? ট্রাম্পের ‘৫১তম রাজ্য’ মন্তব্যে কানাডায় চরম অস্বস্তি
জনসভাতেই চড় অতিরিক্ত পুলিশ সুপারকে! বিতর্কের মুখে মুখ্যমন্ত্রী
'পহেলগাঁও হামলার পরে যেকোনও সময় ভারত আক্রমণ চালাতে পারে', আশঙ্কা প্রকাশ পাক প্রতিরক্ষামন্ত্রীর
দেশকে বিভক্ত করতেই এই ধরনের হামলা চালানো হয়েছে! পহেলগাঁও হামলা নিয়ে বিস্ফোরক শিক্ষক
আজ সন্ধ্যায় দিঘার জগন্নাথ মন্দিরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
পরিবহন বন্ধ করে বিক্ষোভ!
কীভাবে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার উত্তর দেওয়া হবে! খোলসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী
গাছ কাটা রুখল শহরের নাগরিকরা

বিপদ বাড়ছে পাকিস্তানের! তালিবানের হাতে আসতে চলেছে পারমাণবিক অস্ত্র

তালিবানের হাতে আসতে চলেছে পারমাণবিক অস্ত্র।

author-image
Tamalika Chakraborty
New Update
taliban 1

নিজস্ব সংবাদদাতা: তালিবানের সাম্প্রতিক কার্যকলাপ দেখে এবার নিজেদের ভুলের মাশুল বুঝতে শুরু করেছে পাকিস্তান। দীর্ঘদিন ধরে যাদের শক্তি বাড়তে সাহায্য করা হয়েছিল, সেই তেহরিক-ই-তালিবানই এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সোমবার পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশ থেকে ১৬ জন পারমাণবিক বিজ্ঞানী এবং তাঁদের সহায়কদের অপহরণ করেছে এই জঙ্গি গোষ্ঠী। পাকিস্তানের সেনা সূত্রের দাবি, বিজ্ঞানীদের সঙ্গে মজুত থাকা গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম এবং পারমাণবিক বোমা তৈরির অন্যান্য সরঞ্জামও ছিনিয়ে নিয়েছে তারা।


দীর্ঘদিন ধরে খাইবার পাখতুন অঞ্চলে তেহরিক-ই-তালিবানের সক্রিয়তা পাকিস্তানের জন্য বড় মাথাব্যথার কারণ। আফগানিস্তানের অন্তর্ভুক্তি বা স্বাধীনতার দাবি তুলে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এই গোষ্ঠী। আফগানিস্তানে তালিবান শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই তাদের কার্যকলাপে নতুন করে উৎসাহ দেখা দিয়েছে। গত বছর থেকেই পাকিস্তানের একাধিক সীমান্তবর্তী এলাকায় তেহরিক-ই-তালিবানের তৎপরতা বাড়তে দেখা গেছে। এবার সরাসরি পারমাণবিক বিজ্ঞানীদের অপহরণে তাদের জড়িয়ে পড়া চরম উদ্বেগজনক ঘটনা বলেই মনে করা হচ্ছে। পাকিস্তান সেনার তরফে জানানো হয়েছে, তেহরিক-ই-তালিবান বন্দিদের মুক্তি দেওয়ার শর্ত হিসেবে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার দাবি জানিয়েছে। তবে পাকিস্তান সরকার এই শর্ত মানবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার এই চরম ব্যর্থতা আন্তর্জাতিক মহলেও আলোচনার বিষয় হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঘরেই তৈরি হওয়া সন্ত্রাসবাদী গোষ্ঠী এখন তাদের অস্ত্রই পাকিস্তানের দিকে তাক করেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা সময়ই বলবে।

ো