নিট পরীক্ষা নিয়ে জবাবদিহি দিতে হবে এনটিএ'কে, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

প্রশ্নের মুখে এন টিএ।

author-image
Adrita
New Update
supreme mani .jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ NEET-UG ২০২৪ পরীক্ষার বিষয়ে সুপ্রিম কোর্টের শুনানির বিষয়ে, অ্যাডভোকেট শ্বেতাঙ্ক বলেছেন, " সুপ্রিম কোর্ট কিছু প্রশ্ন উত্থাপন করেছে যার উত্তর এনটিএ এবং কেন্দ্র সরকারকে দিতে হবে ৷ সুপ্রিম কোর্ট তাদের আগামী তিনটির মধ্যে ডেটা সরবরাহ করতে বলেছে ৷ কতদিন পরীক্ষা কেন্দ্রে পেপার পাঠানো হয়েছিল ? বিচ্ছিন্ন করা সম্ভব হলে পুনঃপরীক্ষা বাধ্যতামূলক নয়। "

NEET 2024 controversy: Government seeks feedback on NTA exam reforms from  students and parents by July 7 - BusinessToday