নিজস্ব সংবাদদাতা : এবারে মুসলমানদের জুম্মাবারের দিন হোলি উৎসব পড়ায়, ভারতের সমস্ত প্রদেশের প্রশাসনকেই অতিরিক্ত সতর্ক থাকতে হচ্ছে। আর এই বিষয়কে কেন্দ্র করেই এবার বড় পদক্ষেপ নিতে চলেছে উত্তর প্রদেশ প্রশাসন। এই বিষয়ে কথা বলতে গিয়ে ডিসিপি রাম বদন সিং বলেন, ''এলাকায় শান্তি বজায় রাখতে আমরা ফ্ল্যাগ মার্চ করেছি এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।"
/anm-bengali/media/media_files/2025/03/12/FqJd2xEabG1UMbyrP7El.jpeg)
এছাড়াও তিনি বলেন, ''অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকে যাতে সুস্থ ভাবে হোলির আনন্দ উপভোগ করতে পারে এবং মুসলমানদের ক্ষেত্রে যাতে নামাজও শান্তিপূর্ণ ভাবে আদায় করা যায় আমরা সেই চেষ্টাই করে চলেছি।"