নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে হুমায়ুন কবিরের মন্তব্যের বিরুদ্ধে এবার তৃণমূলকে নিশানা করে নিজের মন্তব্য জানিয়ে দিলেন শেহজাদ পুনাওয়ালা।
শেহজাদ পুনাওয়ালা বলেছেন, "এখনও আরেক টিএমসি নেতা প্রতিবাদী চিকিত্সকদের হুমকি দিয়েছেন, এবং এবার এটি পুনরাবৃত্তি অপরাধী হুমায়ুন কবির। তিনি চিকিৎসকদের হুমকি দিয়ে বলেন, 'ওদের ফেরত পাঠাতে আমার দুই মিনিট লাগবে। ডাক্তাররা এক হাজার লোক আনলে আমি দশ হাজার আনব।' এই ভাষা কি একজন এমএলএ ব্যবহার করা উচিত? কোনও ব্যবস্থা নেওয়া হয়নি কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'মেয়ের জন্য ন্যায়বিচার চান না,' তিনি 'প্রমাণ মুছে ফেলতে' এবং 'সত্যকে আড়াল করতে চান"। শেহজাদ পুনাওয়ালার এই বক্তব্যে শোরগোল শুরু হয়েছে।