বিধি ভঙ্গ! বিপাকে প্রধানমন্ত্রী মোদী, নির্বাচন কমিশনে নালিশ TMC-র

৫ রাজ্যে নির্বাচনের আগে মাথায় হাত বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। চরম পদক্ষেপ নেওয়া হল।

author-image
SWETA MITRA
New Update
বিপাকে প্রধানমন্ত্রী মোদী, নির্বাচন কমিশনে নালিশ TMC-র.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আদর্শ নির্বাচন বিধি ভঙ্গ করার অভিযোগ উঠল এবার খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। যে কারণে এবার তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল। আর এই নালিশ করেছেন তৃণমূল নেতা সাকেত গোখলে। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বিনামূল্যে রেশন কর্মসূচির মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়ানোর কথা ঘোষণা করেছেন। এটি একটি নীতিগত সিদ্ধান্ত যা যে কোনও সময় ঘোষণা করা যেতে পারে। কিন্তু ছত্তিশগড়ের দুর্গে বিজেপির নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী এই ঘোষণা করেন। নির্বাচন কমিশনের বিধিতে বলা হয়েছে, নির্বাচনের সময় কোনও মন্ত্রীর এই ধরনের ঘোষণা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভোটারদের অন্যায্যভাবে প্রভাবিত করার শামিল। পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনকে প্রভাবিত করার জন্য প্রধানমন্ত্রী মোদীর এই মরিয়া ও নির্লজ্জ পদক্ষেপের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আমি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছি।'