নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার সন্ধ্যায় জানা গিয়েছে, ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার ব্যাপারে মত দিয়েছেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। এই খবর প্রকাশ হওয়ার পরেই সাড়া পড়ে গিয়েছে দেশের বিভিন্ন মহলে। এরই মধ্যে ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সৌরভের সঙ্গে তোলা কিছু ছবি সামাজিক মধ্যে পোস্ট করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন তিনি সৌরভের বেহালার বাড়িতে গিয়েছিলেন। সুশান্ত বলেছেন, "ত্রিপুরার পর্যটনকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে আমাদের সবার প্রিয় দাদা, ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির চেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব আর কে হতে পারেন? এই পরিকল্পনা ও ভাবনার অঙ্গ হিসেবে আজ কলকাতায় ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের বেহালাস্থিত বাড়িতে ওনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারের পাশাপাশি এই সংক্রান্ত বিষয়ের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হই।"