নিজস্ব সংবাদদাতা: বিশ্ব বিখ্যাত নেটফ্লিক্স (Netflix) এবং অ্যামাজন প্রাইমের (Amazon Prime) সঙ্গে প্রতিযোগিতায় নেমে পড়েছে রিলায়েন্স (Reliance)। এর ফলে সংস্থা বলেছে যে অ্যাপে ১০০টি সিনেমা এবং টিভি সিরিজ দেখানো হবে। এখন পর্যন্ত জিও সিনেমা (Jio Cinema) দেখতে কোনও টাকা না লাগলেও এবার থেকে তার জন্য চার্জ কাটা শুরু করা হবে। ২৮ মে আইপিএল (IPL) শেষ হতেই নতুন চার্জ নির্ণয় করে ঘোষণা করা হবে। তবে ততক্ষণ আপনি নিশ্চিন্তে বিনামূল্যে দেখতে পাবেন জিও সিনেমা।