"মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ”, বলছেন মণিপুরেরই সাংসদ

গত আড়াই মাস ধরে মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সহিংস সংঘর্ষের মধ্যে বুধবার মণিপুরের দুই মহিলাকে যৌন নিপীড়নের একটি ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে।

author-image
SWETA MITRA
New Update
LORHO.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Biren Singh)-কে নিয়ে দলের মধ্যেই ক্ষোভ বাড়ছে। মণিপুরে চরম বিশৃঙ্খলাময় পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে আগুনে ঘি আরও পড়েছে যখন মণিপুরে দুই মহিলার মণিপুরের রাস্তায় হাঁটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। রাজ্যের বর্তমান পরিস্থিতির জন্য   মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগ বা বরখাস্তের দাবি জানিয়েছেন মণিপুরেরই সাংসদ আর লোরহো এস ফোজ।

এক বিবৃতিতে সাংসদ আর লোরহো এস ফোজ রাজ্য সরকারের ব্যর্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "এসব কিছুর দায়ভার মুখ্যমন্ত্রীর নেওয়া উচিৎ। তার নৈতিকভাবে পদত্যাগ করা উচিত অথবা তাকে বরখাস্ত করা উচিৎ।“ সাংসদ আরও জোর দিয়ে বলেছেন যে মুখ্যমন্ত্রী শুরু থেকেই এই সমস্ত ঘটনার সাথে জড়িত এবং রাজ্যের পরিস্থিতির মোকাবিলা করতে যে সরকার ব্যর্থ হয়েছে তা নিয়ে নিয়ে মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের কিছু বলা উচিৎ। তাঁকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে নইলে রাজ্যে হিংসা অব্যাহত থাকবে।

কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে দোষারোপ করা থেকে বিরত থাকেন সাংসদ। তিনি বলেন যে জনগণের আবেগ এবং ক্রোধ সামলাতে দৃঢ় এবং কার্যকর শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ ধরনের ঘটনা রোধে সরকারের ভূমিকা তুলে ধরেন । সেইসঙ্গে রাজ্য সরকারের ব্যর্থতা নিয়ে হতাশা প্রকাশ করেন।