হরিয়ানার বিক্ষোভের আঁচ ফরিদাবাদে, ধর্মীয় স্থানে ভাঙচুর, লুটপাট

ধর্মীয় স্থানটি রঘুবীর কলোনিতে থাকা শিব পার্বতী মন্দির থেকে অল্প দূরত্বে অবস্থিত। ভিতরের কাচের দরজা-জানালাসহ ধর্মীয় স্থানের প্রধান দরজা ইট-পাথর দিয়ে ভেঙে ফেলা হয় বলেও অভিযোগ।

author-image
SWETA MITRA
New Update
faridabad.jpg

নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানার বিক্ষোভের আঁচ এবার ফরিদাবাদ (Faridabad) অবধি পৌঁছে গেল। জানা গিয়েছে, হরিয়ানার (Haryana) নুহে জলভিষেক যাত্রার সময় ছড়িয়ে পড়া সহিংসতার আগুন বুধবার ফরিদাবাদের বল্লভগড়েও পৌঁছেছে। বহু দুষ্কৃতী রঘুবীর কলোনি এবং মাঞ্জাওয়ালি গ্রামে নির্মিত ধর্মীয় স্থানে হামলা চালায়। তারা পাথর নিক্ষেপ করে এক জায়গায় ধর্মীয় স্থানের দরজা ও কাচ ভেঙে দেয়। ভেতরে রাখা ধর্মীয় বই ও স্পিকার অবধি চুরি হয়ে যায়। এতে গ্রামে আতঙ্ক ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। এ ঘটনা জানাজানি হওয়ার পর দুই জায়গায় পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।