আরজি করের ছায়া ল-কলেজে, ভাইস-চ্যান্সেলরের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু পড়ুয়াদের

'আর এই হুমকির পর আরওই আমরা প্রতিবাদ থেকে সরছি না'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
protest in Dharmatala

File Picture

নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাবের পাতিয়ালায় রাজীব গান্ধী ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ল-এ ছাত্রদের বিক্ষোভ আজ পঞ্চম দিনে পড়ল। আজও অব্যাহত রয়েছে তাঁদের এই প্রতিবাদ কর্মসূচী। ছাত্ররা ভাইস-চ্যান্সেলর জয় শঙ্কর সিং-এর পদত্যাগ দাবি করেছে। কেননা তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি তার হোস্টেল পরিদর্শনের সময় হোস্টেলের ছাত্রীদের গোপনীয়তা লঙ্ঘন করেছেন। 

junior doctors protest swas
File Picture

একজন প্রতিবাদী এদিন এই প্রসঙ্গে বলেন, “এটি আমাদের বিক্ষোভের পঞ্চম দিন। যেহেতু গতকাল রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন এখানে এসেছেন, আমরা আশাবাদী যে পরিস্থিতি আরও ভাল হবে। তবে আমরা আমাদের দাবির আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য অপেক্ষা করছি যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি। আমাদের কোনো সুযোগ-সুবিধা নেই। গতকাল খুব গরম ছিল, আমাদের খুব কষ্ট হয়েছে। প্রবল তাপ ও পানীয় জলের অভাবে শিক্ষার্থীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। কয়েকজন পড়ুয়া এবং তাদের অভিভাবকদের গতকাল কিছু কলেজের কর্মী গিয়ে বলেছে তারা যদি এই আন্দোলন, প্রতিবাদ কর্মসূচী এখনই বন্ধ না করে, তাহলে ওদের বহিষ্কার করা হবে বা বরখাস্ত করা হবে। আর এই হুমকির পর আরওই আমরা প্রতিবাদ থেকে সরছি না”।

Rg kar protest
File Picture

Adddd