নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের গডসের হয়ে মন্তব্যের বিরুদ্ধে বহু বিরোধী নেতা বক্তব্য রেখেছেন। এবার গডসের মন্তব্যের চরম বিরোধিতা করলেন রাজ্যসভার সাংসদ কপিল সিবাল। তিনি বলেছেন, "গিরিরাজ সিংয়ের মতে গডসে কি একজন ভালো মানুষ ছিলেন? আরএসএস ব্রিটিশদের সাহায্যের প্রস্তাব করেছিল, তারা কিভাবে মহাত্মা গান্ধীকে স্বীকার করবে? তাই এই মানসিকতা মহাত্মা গান্ধীর নীতির বিরুদ্ধে। বিরোধী দলে থাকা আমরা সকলেই একটি বিষয়ে পরিষ্কার যে আমাদের যদি ২০২৪ সালের নির্বাচনে লড়াই করতে হয় এবং এই সরকারের পতন ঘটাতে হয় তবে আমাদের অবশ্যই এক হয়ে দাঁড়াতে হবে। আমি আশা করি সমস্ত বিরোধী দল একত্রিত হবে"।
এবার গডসে মন্তব্যের বিষয়ে মুখ খুললেন কপিল সিবাল
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের গডসের হয়ে মন্তব্যের বিরোধিতা করলেন রাজ্যসভার সাংসদ কপিল সিবাল। তিনি আরএসএসকে নিশানা করেছেন।
Follow Us
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের গডসের হয়ে মন্তব্যের বিরুদ্ধে বহু বিরোধী নেতা বক্তব্য রেখেছেন। এবার গডসের মন্তব্যের চরম বিরোধিতা করলেন রাজ্যসভার সাংসদ কপিল সিবাল। তিনি বলেছেন, "গিরিরাজ সিংয়ের মতে গডসে কি একজন ভালো মানুষ ছিলেন? আরএসএস ব্রিটিশদের সাহায্যের প্রস্তাব করেছিল, তারা কিভাবে মহাত্মা গান্ধীকে স্বীকার করবে? তাই এই মানসিকতা মহাত্মা গান্ধীর নীতির বিরুদ্ধে। বিরোধী দলে থাকা আমরা সকলেই একটি বিষয়ে পরিষ্কার যে আমাদের যদি ২০২৪ সালের নির্বাচনে লড়াই করতে হয় এবং এই সরকারের পতন ঘটাতে হয় তবে আমাদের অবশ্যই এক হয়ে দাঁড়াতে হবে। আমি আশা করি সমস্ত বিরোধী দল একত্রিত হবে"।