১৯৯২ ব্যাচের ডিজিপি এখন চেন্নাই পুলিশের প্রধান

আবারও বড় সিদ্ধান্ত নিল তামিলনাড়ু সরকার। আজ বৃহস্পতিবার আইপিএস অফিসার সন্দীপ রাই রাঠোরকে ( Sandeep Rai Rathore ) চেন্নাইয়ের নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করল তামিলনাড়ু সরকার।

author-image
SWETA MITRA
New Update
rathore.jpg


নিজস্ব প্রতিনিধিঃ চার্লস শোভরাজ খ্যাত আইপিএস অফিসার সন্দীপ রাই রাঠোরকে ( Sandeep Rai Rathore ) চেন্নাইয়ের নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করল তামিলনাড়ু সরকার।

rathore 2 .jpg

১৯৯২ ব্যাচের এই আইপিএস অফিসার ফরাসি বিকিনি হত্যাকারী চার্লস শোভরাজকে খুঁজে বের করতে এবং তদন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। গত মাসে ডিজিপি হওয়ার আগে সন্দীপ রাই রাঠোর আভাদির পুলিশ কমিশনার হিসাবে নিযুক্ত ছিলেন।

rathore 3.jpg

দিল্লি স্কুল অফ ইকোনমিকসের প্রাক্তন ছাত্র সন্দীপ রাই রাঠোরের ক্রিটিক্যাল পুলিশিংয়ের ক্ষেত্রে কয়েক বছরের অভিজ্ঞতা রয়েছে। এর পাশাপাশি চেন্নাই পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার, ট্র্যাফিকের ক্ষেত্রেও  বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন সন্দীপ রাই বলে জানা যায়।