ED বনাম আয়কর দফতর! গ্রেফতার হেভিওয়েট

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আহমেদাবাদের অতিরিক্ত আয়কর কমিশনার সন্তোষ কারনানিকে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০০২ (পিএমএলএ) এর বিধানের অধীনে গ্রেফতার করেছে।

author-image
SWETA MITRA
New Update
ED raids.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার চরম পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। জানা গিয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আহমেদাবাদের অতিরিক্ত আয়কর কমিশনার সন্তোষ কারনানিকে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০০২ (পিএমএলএ) এর বিধানের অধীনে গ্রেফতার করেছে। এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ৩০ লক্ষ টাকার অযৌক্তিক সুবিধা দাবি ও গ্রহণের ক্ষেত্রে পিএমএলএ, ২০০২-এর বিধানের অধীনে পরিচালিত তদন্তের জন্য সন্তোষ কারনানিকে এই বছরের ২ জুন গ্রেফতার করা হয়েছিল। জানলে হয়তো অবাক হবেন, সিবিআই, গান্ধীনগর দুর্নীতি দমন ব্যুরোর দায়ের করা এফআইআরের ভিত্তিতে ইডি ১৯৮৮ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে সন্তোষ কারনানির বিরুদ্ধে তদন্ত শুরু করে।