নিজস্ব সংবাদদাতা: নৈনিতালের রামনগরে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে এবার প্রধানমন্ত্রী মোদীকে প্রশ্ন করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা।
তিনি বলেছেন, "কংগ্রেসকে দোষারোপ করতে থাকবেন কতদিন। গত ১০ বছর ধরে ক্ষমতায় নেই কংগ্রেস। গত ১০ বছর ধরে, তারা (বিজেপি) পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে রয়েছে, এখন তারা বলছে '৪০০ পার' তারা আরও সংখ্যাগরিষ্ঠতা চায়। তারা বলছেন, ৭৫ বছরে কিছুই করা হয়নি। যদি কিছুই না হয়ে থাকে, উত্তরাখণ্ডে কীভাবে এই ধরনের দক্ষতা তৈরি হয়েছে, যেখান থেকে দেশে আইআইটি, আইআইএম এবং এআইআইএমএস এসেছে। চন্দ্রযান চাঁদে অবতরণ করেছে, পণ্ডিত জওহর লাল নেহেরু যদি এগুলো নির্মাণ না করতেন, তা কি সম্ভব ছিল?"
g