নিজস্ব সংবাদদাতা: ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ওড়িশার ভদ্রক, ধামরা, ভিতরকণিয়া সহ বিস্তৃর্ণ এলাকা। এখন সেখানে কমেছে ভয়ঙ্কর ঝড়ের দাপটও। মাঝে মাঝে দমকা হাওয়া দিলেও তার গতি ৭০ কিলোমিটারের বেশি নয়। তবে গতকাল গভীর রাতে যখন ঘূর্ণিঝড় ‘দানা’র ল্যান্ডফল হয়, তখন ভদ্রকের অবস্থা ছিল ভয়ঙ্কর। সকালেও ছিল দানার সেরকমই তাণ্ডব।
ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে ধামরার কিছু অংশে দমকা হাওয়া এবং বৃষ্টি অব্যাহত দেখা যায়। এমনকি গাছ উবড়ে পড়ে বহু জায়গায়।
একই সাথে উত্তাল সমুদ্র, দমকা বাতাস এবং বৃষ্টিপাত ধামরা, ভদ্রকে আঘাত করে। ঘূর্ণিঝড় দানার প্রভাব দেখা যায় এই ভাবেই। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির মতে, এখন পর্যন্ত প্রায় ৫ লক্ষ ৮৪ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার কার্যে হাত লাগিয়েছে এনডিআরএফ।