নিজস্ব সংবাদদাতাঃ এবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সুরেই কথা বললেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। রাজস্থান ও ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতাদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব গেহলটকে অর্থ পাচারের মামলায় তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৈভবকে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। ইডির এই পদক্ষেপের পর ছত্তিশগড় ও রাজস্থানের মুখ্যমন্ত্রীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel) বলেছেন, ‘কুকুর-বিড়াল যতটা ঘুরে বেড়ায় না, ইডি র আধিকারিকরা ততটাই ঘুরে বেড়াচ্ছেন।‘ আজ শুক্রবার রাজস্থানের মুখ্যমন্ত্রীও একই বিবৃতি দিয়েছিলেন।