নিজস্ব সংবাদদাতাঃ গোরক্ষপুরের গীতা প্রেসকে গান্ধী শান্তি পুরষ্কার দেওয়ার কথা ঘোষণা হওয়ার পর থেকেই বিজেপি (BJP) ও কংগ্রেসের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। কংগ্রেস (Congress) এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। এরই মাঝে এবার ময়দানে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজ সোমবার এই বিষয়ে তিনি টুইট করেছেন। অমিত শাহ লেখেন, "ভারতের গৌরবোজ্জ্বল প্রাচীন সনাতন সংস্কৃতি এবং আধার গ্রন্থগুলি যদি আজ সহজেই পড়া যায় তবে সেক্ষেত্রে বড় অবদান রয়েছে এই গীতা প্রেসের। ১০০ বছরেরও বেশি সময় ধরে গীতা প্রেস নিঃস্বার্থভাবে রামচরিত মানস থেকে শুরু করে শ্রীমদ্ভগবদ গীতা পর্যন্ত অনেক পবিত্র গ্রন্থ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চমৎকার কাজ করে চলেছে। অহিংস ও অন্যান্য গান্ধীবাদী পদ্ধতির মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তরে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ গীতা প্রেসকে ২০২১ সালের গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হবে।“