নিজস্ব সংবাদদাতাঃ বিরোধীদের আশঙ্কাই সত্যি হল। বিশেষ করে আম আদমি পার্টির চাপ বাড়ল এবার। জানা গিয়েছে, আজ শুক্রবার আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডাকে সাসপেন্ড করে দেওয়া হল। আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডাকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। স্পেশাল অফিসার্স কমিটির রিপোর্ট জমা না দেওয়া পর্যন্ত রাজ্যসভা থেকে সাসপেন্ড থাকবেন রাঘব চাড্ডা। দিল্লি সার্ভিস বিল নিয়ে পাঁচ সাংসদের ভুয়ো স্বাক্ষরের মামলায় আম আদমি পার্টির সাংসদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রাঘব চাড্ডার বিরুদ্ধে সাংসদদের অনুমোদন ছাড়াই তাঁর সদস্যপদ নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে, যা নিয়মলঙ্ঘন। এখন বিশেষাধিকার কমিটি বিষয়টি খতিয়ে দেখবে। বিশেষাধিকার কমিটি রিপোর্ট জমা না দেওয়া পর্যন্ত রাঘব চাড্ডা রাজ্যসভা থেকে সাসপেন্ড থাকবেন। এদিন তাঁকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর।