নিজস্ব সংবাদদাতাঃ আগে সরকারি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে রোগীদের সমস্যার কথা না শোনার অভিযোগ উঠলেও এখন এক রোগী অভিযোগ করেছেন, একটি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা তাকে মারধর করেছেন। এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গোরক্ষপুরের। সন্দীপ সিং নামে এক রোগীকে বিআরডি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল। রোগী অভিযোগ করেন যে তার পেটে প্রচণ্ড ব্যথা। তাকে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর রোগীর ওয়ার্ড পরিবর্তন করে ৬৫ নম্বর করা হয়। হাসপাতালে আসার পর রোগী সন্দীপ সিংয়ের অবস্থার উন্নতি হতে শুরু করে। সন্দীপ সিংয়ের স্ত্রী অঙ্কিতা সিং ডাক্তারকে অনুরোধ করেন তাকে ছেড়ে দেওয়ার জন্য। ডিসচার্জ নিয়ে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। এর পরেই সেখানে উপস্থিত জুনিয়র ডাক্তার ও তার সহকর্মীরা সন্দীপ সিংকে মারধর করেন। স্ত্রী অঙ্কিতা সিংয়ের অভিযোগ, তার স্বামীকে মারধর করা হয়েছে।