নিজস্ব সংবাদদাতা : রাস্তা জুড়ে পড়া যাবেনা নামাজ, এবার ঈদের আগে এমনই বড় সিদ্ধান্ত নিল উত্তর প্রদেশ সরকার। এ বিষয়ে বিজেপি সাংসদ দিনেশ শর্মা বলেন, "পারস্পরিক সমঝোতার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি খুশি যে উত্তর প্রদেশের ধর্মগুরুরাও এই বিষয়ে একমত হয়েছেন। আমাদের রাজ্যে ঈদ যথাযথভাবেই উদযাপিত হবে, ঠিক যেমন হোলি উদযাপিত হয়েছে।"
/anm-bengali/media/media_files/qwB4UmJMauLAHIJ6kyc3.jpg)
এছাড়াও তিনি বলেন, "ধর্মীয় অনুষ্ঠান পালনের স্বাধীনতা সবারই থাকা উচিত, তবে সেটি যেন জনজীবনে কোনও সমস্যার সৃষ্টি না করে তা লক্ষ্য রাখতে হবে।" এই সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসন এবং ধর্মীয় নেতাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার দৃষ্টান্ত স্থাপন হয়েছে বলে তিনি দাবি করেন।