পরে না আজই হবে আরজি কর মামলার শুনানি, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি

'এই মামলার সাথে প্রথম থেকেই মানুষের আবেগ জড়িয়ে রয়েছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Supreme court

File Picture

নিজস্ব সংবাদদাতা: ৬০টি মামলা শোনার পরও আরজি করের মামলাকে বাদ দিলেন না সিজেআই ডি ওয়াই চন্দ্রচূড়। স্পষ্ট ভাষায় বলে দিলেন পরে না আজই হবে আরজি কর মামলার শুনানি। আজই সবটা শুনবেন তারা, স্পষ্ট জানিয়ে দিলেন প্রধান বিচারপতি।

আজ প্রথম হাফে আরজি কর মামলার শুনানি হয় নি। প্রথমেই স্থির হয় দ্বিতীয় হাফে অর্থাৎ দুপুর ২টোর পর থেকে এই মামলার শুনানি শুরু হবে। সেই মতো গোটা দেশের মানুষ অপেক্ষা করছিল দুপুর ২টোর জন্যে। এরপর দুপুর ২টো বাজলে জানা যায়, লাঞ্চ ব্রেকের আগে আজ ৫০টি মামলার শুনানি হয়েছে প্রধান বিচারপতির এজলাসে, বাকি আছে এখনও ১০টি মামলা। তারপর শুরু হবে আরজি কর মামলার শুনানি। 

supreme court hearing

এই রকম ভাবেই বিকেল ৪টে ১৫ বেজে যায়। তখন শুরু হয় আরজি কর মামলার শুনানি। শুনানির শুরুতেই সলিসেটর জেনারেল সিজেআই-এর কাছে অনুরোধ করেন, আজ এমনিই ৪টে ১৫ বেজে গেছে, এই মামলার শুনানি আজ না করে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কিংবা বৃহস্পতিবার করা হোক। 

তখন সিজেআই জানান, ‘অন্য কোনও দিন না আজই হবে এই মামলার শুনানি। কেননা এই মামলার সাথে প্রথম থেকেই মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। বহু মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অপেক্ষা করছে এই মামলার শুনানি শুনবে বলে। অনেকে লাইভ স্ট্রিমিং-এও জয়েন করে অপেক্ষা করছে। তাই আজই হবে এই মামলার শুনানি’।

চিফ জাস্টিসের এই মন্তব্যের পরই শুরু হয় আরজি কর মামলার শুনানি। 

Adddd