নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি উত্তর প্রদেশের সম্ভল জেলার প্রশাসনের পক্ষ থেকে ঈদের সময় বাড়ির ছাদে নামাজ পড়ার বিরুদ্ধে নির্দেশ জারি করা হয়। আর এবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন সমাজবাদী পার্টির সাংসদ জিয়া উর রহমান। তিনি বলেন "নিজের বাড়ির ছাদে নামাজ পড়া নিষিদ্ধ করা কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত নয়। একজন ব্যক্তির নিজের বাড়ির ছাদ তার নিজের সম্পত্তি, কোনও সরকারি সম্পত্তি নয়। যদি তাকে নিজের বাড়িতেও নামাজ পড়তে না দেওয়া হয়, তবে সে কোথায় যাবে ? এরকম বিধিনিষেধ চাপিয়ে আমাদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়ার কাজ করা হচ্ছে।"
/anm-bengali/media/media_files/2025/03/26/ZHlkOjpwADUv45kMCQVC.jpeg)
এছাড়াও তিনি বলেন, "একজনের ধর্মীয় রীতিনীতির ওপর এই ধরনের বিধিনিষেধ চাপিয়ে সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারগুলিকে লঙ্ঘন করা হচ্ছে।"