ভূমিধসে ধুয়ে গেল রাস্তা! লালবাজারে এ কী কাণ্ড?

ভয়ানক ভূমিধস।

author-image
Anusmita Bhattacharya
New Update
landslide2

নিজস্ব সংবাদদাতা: অবিরাম বর্ষণে বৃহস্পতিবার সকালে মাঙ্গান শহর ও এর আশপাশে একাধিক ভূমিধসে ৬জন নিহত ও ২জন আহত হয়েছেন। এছাড়াও আজকের আপডেট অনুযায়ী, সিকিমের অন্যান্য জেলার সাথে মাঙ্গান জেলার সংযোগকারী একটি রাস্তা ভূমিধসের পরে ভেসে গেছে। এটি লাল বাজারের দৃশ্য।

 

Add 1