রানী মুখার্জি-কাজলের ঝাঁ চকচকে 'নর্থ বোম্বে সার্বজনীন দুর্গাপুজো'

এই পুজো মুম্বইয়ের অন্যতম এক আবেগ হয়ে উঠেছে। প্রতি বছর মুম্বইয়ের প্রচুর শিল্পী এখানে প্রসাদ নিতে আসেন। বচ্চন পরিবার থেকে বিশেষ করে অমিতাভ, জয়া, অভিষেক প্রায় প্রতি বছর আসেন মায়ের আশীর্বাদ নিতে। জানেন সেই পুজোর নাম?

author-image
Anusmita Bhattacharya
New Update
ranikajol

নিজস্ব সংবাদদাতা: ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর হঠাই মুম্বইয়ে প্রবাসী শশধর মুখার্জির পরিবার ঠিক করল যে বাড়িতে একটা গেট-টুগেদার করতে হবে। সঙ্গে সঙ্গে শুরু দুর্গাপুজো। নাম দেওয়া হল ‘নর্থ বোম্বে সার্বজনীন দুর্গাপুজো’। এখম অবশ্য সেই পুজো কাজল-রানীর পুজো হিসাবেই প্ৰচলিত বেশি। কাজল, তনুজা, তানিশা, রানী সকলের ঝলমলে উপস্থিতি এই পুজোর ইউএসপি। মুখার্জি বাড়ির পুজোর প্রধান বৈশিষ্ট্য হলো পুজোর চারদিন মুম্বইয়ের তারকাদের সমাগম। মুখার্জি বাড়ির মেয়ে কাজল প্রতিমা বানানো থেকে মায়ের সজ্জা সব ব্যাপারে নজর রাখেন।

rectify impact.jpg