নিজস্ব সংবাদদাতাঃ বুধবার অর্থাৎ আজ সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে একজন অস্থানীয় নিহত হয়েছে ও অপর একজন গুরুতর আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। পুলিশ সূত্রে খবর, অমৃতসরের বাসিন্দা অমৃতপাল সিং নামে এক অনাবাসীর মৃত্যু হয়েছে। শ্রীনগরের শহিদ গুঞ্জ এলাকায় গুলি চালায় জঙ্গিরা।
পুলিশ জানিয়েছে, অমৃতপাল সিং ঘটনাস্থলেই মারা যান এবং রোহিত নামে ২৫ বছর বয়সী আরেক অস্থানীয় শ্রমিক আহত হন। রোহিতও অমৃতসরের বাসিন্দা।
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
পুলিশ জানিয়েছে যে রোহিতের পেটে গুলি লেগেছে এবং তিনি এসএমএইচএস হাসপাতালে চিকিৎসাধীন।
/anm-bengali/media/media_files/6GWBIjP4vrbY3ngX3JQE.jpeg)
এদিকে, গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের ধরার চেষ্টা চলছে।
/anm-bengali/media/media_files/ZJ2Ffsimrt3aCXQOdRCj.jpeg)