নিজস্ব সংবাদদাতা: নয়ডা জেলায় আগামী তিন দিন খুবই গুরুত্বপূর্ণ। কৃষকদের আন্দোলন, মহাপরিনির্বাণ দিবস ও জুমার নামাজকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে জেলা পুলিশ-প্রশাসন। এছাড়াও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং পরামর্শ জারি করা হয়েছে। প্রকৃতপক্ষে, নয়ডায় জেলার তিন কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভকারী কৃষকদের বুধবার গভীর রাতে জিরো পয়েন্ট থেকে পুলিশ গ্রেপ্তার করে এবং বিক্ষোভ শেষ করে। গ্রেপ্তারের পর কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, কৃষকরা আবার দিল্লির দিকে যাত্রা করার চেষ্টা করতে পারে। সম্ভাব্য সব জায়গায় ব্যারিকেডিং ও চেকিং অভিযান জোরদার করেছে পুলিশ। এছাড়াও কৃষকদের আন্দোলনের আড়ালে যেকোন নৈরাজ্যের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে পুলিশ সম্পূর্ণ সতর্ক রয়েছে। পুলিশ সাফ জানিয়ে দিয়েছে, প্রতিবাদ করলে কৃষকদের গ্রেপ্তার করা হবে।
6ই ডিসেম্বর, মহাপরিনির্বাণ দিবস অর্থাৎ ডক্টর ভীমরাও আম্বেদকরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে, নয়ডার দলিত প্রেরণা স্থল এবং অন্যান্য স্থানে বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে। এদিন স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। দলিত প্রেরণা স্থলে পুলিশ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে। ১ ও ২ নম্বর গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। যান চলাচল যাতে বিঘ্নিত না হয় সেজন্য বিশেষ পরিকল্পনা নিয়েছে ট্রাফিক পুলিশ।
জুমার নামাজের ব্যাপারেও পুলিশ সতর্ক রয়েছে। জেলার সব মসজিদে নামাজের সময় পুলিশ মোতায়েন থাকবে। ড্রোন ও সিসিটিভির মাধ্যমে মনিটরিং করা হবে।