নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর লাগাতার হামলা ও মন্দির ভাঙচুর নিয়ে এবার মুখ খুললেন আর এক শান্তিতে নোবেল পাওয়া নোবেল জয়ী। এই বিষয়ে, নোবেলজয়ী কৈলাশ সত্যার্থী এদিন বলেন, “আজ যেমন মানবাধিকার দিবস, আসুন আমরা আমাদের মানবতা, স্বাধীনতা, মর্যাদার অধিকারকে মজবুত করে তুলি। এমন সর্বজনীন অধিকার রক্ষার জন্য আমাদের যৌথ অঙ্গীকার প্রয়োজন। বাংলাদেশে উদ্বেগজনক পরিস্থিতির কারণে আমি গভীরভাবে উদ্বিগ্ন”।
“বাংলাদেশে ৪ দশকেরও বেশি সময় ধরে শিক্ষা ও শিশু অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলো এবং সর্বদাই জনগণের মধ্যে আস্থা ও সাম্প্রদায়িক সম্প্রীতি লালন করে আসা সংস্থাগুলো আজ কি করছে? তারা চুপ কেন? যদি এই অস্থির পরিস্থিতির দ্রুত সমাধান না করা হয়, তাহলে এর পরিণতি অনেক দূর পর্যন্ত প্রসারিত হবে। বাংলাদেশ, সমগ্র দক্ষিণ এশীয় অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তির জন্য হুমকি স্বরূপ হয়ে উঠেছে”।
“যে কোনো স্থানে সংখ্যালঘুদের দমন ও মানবাধিকার লঙ্ঘন আমাদের সম্মিলিত বিবেকের ওপর আঘাত হানে। এই প্রতিকূল সময়ে, আমি আমার সহকর্মী নোবেল বিজয়ী মহম্মদ ইউনূসকে এই ক্রমবর্ধমান পরিস্থিতির কোনো বিলম্ব না করে সমাধান করার আহ্বান জানাই। আমি নিশ্চিত যে তিনি চলমান হিংসা নিয়ন্ত্রণে নৈতিক সাহস এবং সহানুভূতিশীল নেতৃত্বের আলোকবর্তিকা হয়ে উঠবেন যা লক্ষ লক্ষ মানুষের মানবাধিকারকে রক্ষা করবে”।