Coromandel Accident: থামবে না কোনও ট্রেন!

করমণ্ডল এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনার পর সিবিআই তদন্ত শুরু করেছে। এই কাজে এবার ওই স্টেশনকে কেন্দ্র করে নেওয়া হল বড় সিদ্ধান্ত। সমস্যায় পড়বেন যাত্রীরা।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
cor8

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: গত ২ জুন ওড়িশার বাহানগা বাজার স্টেশনের কাছে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ায় দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে। রেলের গাফিলতি না অন্তর্ঘাত এই নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। এই অবস্থায় আপাতত বাহানাগা বাজার স্টেশনে কোনও ট্রেন দাঁড়াবে না। তদন্ত সম্পূর্ণ হওয়ার পর স্বাভাবিক হবে পরিষেবা। তবে এতে ভোগান্তি হবে এখন ওই স্টেশনে ওঠানামা করা যাত্রীদের। এই ভোগান্তি কতদিন চলবে তা জানা যায়নি।