নিজস্ব সংবাদদাতা: কাবেরী নদীর জল বন্টন নিয়ে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে বিভেদ বৃদ্ধি পাচ্ছে। তবে এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন আজকের অধিবেশনে বিধানসভায় একটি বিশেষ প্রস্তাব উত্থাপন করবেন বলে জানা যাচ্ছে। যেখানে কেন্দ্রীয় সরকারকে 'কাবেরী জল ব্যবস্থাপনা কর্তৃপক্ষে'র নির্দেশ অনুযায়ী কর্ণাটক সরকারকে কাবেরী নদীর জল ছাড়ার নির্দেশ দিতে অনুরোধ করবে৷ কাবেরী ইস্যু যেন আর না বৃদ্ধি পায় সেইদিকেই নজর রাখতে চাইছে তামিলনাড়ু সরকার।