নিজস্ব সংবাদদাতা : প্রবল বর্ষণে ভয়ঙ্কর অবস্থা হিমাচল প্রদেশের। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা থেকে জনজীবন। এমতাবস্থায় বন্ধ থাকবে জাতীয় সড়ক। রাজ্যের রেলওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিস সূত্রে খবর, সিমলা-চণ্ডীগড় জাতীয় সড়কে মেরামতির কাজ চলবে। যার জেরে রাত ৯টা থেকে চলবে না কোনো গাড়ি। চাক্কি মোড়ে যান চলাচল বন্ধ থাকবে। জরুরী পরিষেবার যানগুলির পথ নিয়ন্ত্রিত হবে। বিকল্প পথে ধরমপুর-কসাউলি-পারওয়ানু দিয়ে চলবে গাড়িগুলি।