রাত থেকে চলবে না কোনো গাড়ি!

বন্ধ হচ্ছে জাতীয় সড়ক! চলবে না কোনো গাড়ি! বড়সড় আপডেট। জেনে নিন বিস্তারিত। যান চলাচল কি তবে নিয়ন্ত্রিত হবে? বিকল্প রুট কোনটা? কী জানা যাচ্ছে?

author-image
Pallabi Sanyal
New Update
123

নিজস্ব সংবাদদাতা : প্রবল বর্ষণে ভয়ঙ্কর অবস্থা হিমাচল প্রদেশের। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা থেকে জনজীবন। এমতাবস্থায় বন্ধ থাকবে জাতীয় সড়ক। রাজ্যের রেলওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিস সূত্রে খবর, সিমলা-চণ্ডীগড় জাতীয় সড়কে মেরামতির কাজ চলবে। যার জেরে রাত ৯টা থেকে চলবে না কোনো গাড়ি। চাক্কি মোড়ে  যান চলাচল বন্ধ থাকবে। জরুরী পরিষেবার যানগুলির পথ নিয়ন্ত্রিত হবে। বিকল্প পথে ধরমপুর-কসাউলি-পারওয়ানু দিয়ে চলবে গাড়িগুলি।