নিজস্ব সংবাদদাতা : নারী সংরক্ষণ বিল নিয়ে চারিদিকে হৈ চৈ। নতুন সংসদের প্রথম অধিবেশনেও উত্তাল হয় পরিস্থিতি। নারী সংরক্ষণের প্রয়োজনীয়তা অনুভব করে প্রথম থেকেই সংরক্ষণের বিষয়ে জোর দিয়ে আসছেন বলে মন্তব্য করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, ''বিজেপির এতদিনে এটা করা উচিত ছিল। কিন্তু করেনি।আমরা তাদের একটি বর্ণভিত্তিক আদমশুমারি করতে বলেছি।''