নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমারের সমর্থনে জেডিইউ সমর্থকদের পোস্টার পড়েছে। এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ তারিক আনোয়ার বলেন, "এটা তো হওয়ারই কথা ছিল। নিশান্ত কুমার এখনও পর্যন্ত রাজনীতিতে না আসার একমাত্র কারণ হল তিনি রাজনীতিতে আগ্রহী ছিলেন না। কিন্তু নীতীশ কুমার সবসময় চেয়েছিলেন তার ছেলে রাজনীতিতে আসুক। হয়তো, নিশান্ত কুমার রাজনীতিতে আসার জন্য মনস্থির করে ফেলেছেন, সেই কারণেই এখন এমন ঘটনা ঘটছে।"
/anm-bengali/media/media_files/cy9pxihRLlN15JOslPIp.jpg)