নিজস্ব সংবাদদাতা: অপেক্ষার অবসান হল, জল্পনা মিটিয়ে জনতা দল ইউনাইটেড দলের জাতীয় কার্যনির্বাহী সভাপতির নাম ঘোষণা করল। জাতীয় স্তরে এবার জেডিইউ-এর দায়িত্ব গেল সঞ্জয় ঝা-এর হাতে।
/anm-bengali/media/post_attachments/99196f35f145664df854040483fc7aac9452ac418b333a26bdf1405fa255eff4.jpg)
জনতা দল ইউনাইটেড নেতা সঞ্জয় ঝাকে দলের জাতীয় কার্যনির্বাহী সভাপতি নিযুক্ত করা হয়েছে। নীতিশ কুমারের এই সিদ্ধান্তে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে বড় ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।