নিজস্ব সংবাদদাতা: বিহার রাজনীতিতে পট পরিবর্তন। ফের লোকসভা নির্বাচনের আগে বিজেপির হাত ধরলেন নীতিশ কুমার। মনে করা হচ্ছে, আগামীকালই বিজেপি সমর্থিত সরকার গঠন করতে চলেছেন নীতিশ কুমার। এবার নীতিশ তাঁর সঙ্গে পাবেন লোক জনশক্তি পার্টিকেও। বিহার রাজনীতিতে এমন পট পরিবর্তনের মুহুর্তে লোক জনশক্তি পার্টির সভাপতি চিরাগ পাসোয়ান দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে দেখা করলেন।
সাক্ষাৎকার শেষে চিরাগ পাসওয়ান বলেন, “বিহারে আজ কী ঘটছে তা জানা গুরুত্বপূর্ণ ছিল। এই ইস্যুতে, আমি আজ অমিত শাহ এবং জেপি নাড্ডা জির সাথে বৈঠক করলাম। আমি আমার উদ্বেগ তাদের সামনে রেখেছি। তারা বিহারের বিভিন্ন বিষয়ে আশ্বাস দিয়েছে। জোটের ব্যাপারে পরিস্থিতি খুবই ইতিবাচক। আগামী দিনে পরিস্থিতি আরও স্পষ্ট হবে, তার পরেই আমাদের দল অবস্থান নেবে। আমরা আজ এনডিএ-র অংশ”। তবে পরবর্তীতে জানা গিয়েছে, নীতিশের সঙ্গে এবার যুক্ত হবেন চিরাগ নিজেও। বিহারে এনডিএ শক্তি বৃদ্ধিতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।