নিজস্ব সংবাদদাতা: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার হিন্দু উত্সবগুলিতে রাজ্যের স্কুলগুলির ছুটির সংখ্যা কমিয়ে দিয়েছে, এমনটাই অভিযোগ তুলেছে কেন্দ্র। এই অভিযোগ দীর্ঘদিনের। তবে তাতে কর্ণপাত করেননি নীতীশ কুমার।
এদিন সেই সংক্রান্ত বিষয়েই কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, “হিন্দু ছুটি কমানো হয়েছে এবং মুসলমানদের উৎসবের ছুটি বাড়ানো হয়েছে৷ এটি স্পষ্টতই দেখায় যে নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকার ইসলামিক ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে রাজ্যে কাজ করছে। এই ছুটিগুলি পুনর্বহাল না হলে আগামী নির্বাচনে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ভুগতে হবে”।