নিজস্ব সংবাদদাতা: বুধবার বিহার বিধানসভায় তীব্র নাটকীয়তার পরিস্থিতি তৈরী হল। বিরোধী দলনেতা তেজস্বী যাদব এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পদত্যাগের দাবি করে তীব্র আক্রমণ শুরু করেন। এই হট্টগোলের ফলে আরজেডি বিধায়করা অধিবেশন থেকে ওয়াকআউট করেন এবং অভিযোগ করে যে মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন এনডিএ রাবড়ি দেবী সহ মহিলাদের অসম্মান করেছেন।
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী নীতিশ কুমারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে অভিযোগ করেন যে তিনি মহিলাদের অসম্মান করেন। "নীতীশ কুমার ভাং খেয়ে বিধানসভায় আসেন। তিনি মহিলাদের অসম্মান করেন, আমাকেও বাদ দেননি। ক্ষমতায় থাকাকালীন আমরা কী ধরণের কাজ করেছি তা তাঁর দেখা উচিত। তাঁর চারপাশের লোকেরা যা বলে, তিনিও তাই বলেন। তাঁর নিজের দলের সদস্যরা এবং কিছু বিজেপি নেতা তাঁকে এই ধরনের কথা বলতে বলছেন," এমনটাই বলেন রাবড়ি দেবী।
/anm-bengali/media/media_files/TnICI4fLH8xN7Kl8pXDQ.jpg)