নিজস্ব সংবাদদাতা: বিহারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বেশ জটিল। ফের নিজের চরিত্র বদলেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ইন্ডিয়া জোটের সঙ্গে সম্পর্কে প্রায় দাঁড়ি টেনেছেন তিনি। তাহলে কি ফের একবার এনডিএ জোটের স্মরণাপন্ন হতে চলেছেন নীতিশ কুমার। কি হতে চলেছে বিহারের আগামী দিনের ভবিষ্যৎ? এই একাধিক প্রশ্নেরই এদিন প্রতিক্রিয়া দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হিন্দুস্তানি আওয়াম মোর্চার (এইচএএম) নেতা জিতন রাম মাঝি।
এদিন তিনি বলেন, “সম্প্রতি আমি বলেছিলাম যে ২৫ জানুয়ারির পরে বিহারে পরিবর্তন হবে এবং এর ভিত্তি ছিল নীতিশ কুমারের বক্তব্য। তিনি আরজেডির বিরুদ্ধে অনেক কথা বলেছেন। এর ভিত্তিতে আমরা বলেছিলাম জোট চলবে না। নীতিশ কুমারের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তাই জোট ভেঙে লোকসভায় লড়তে পারেন তিনি। তাঁকে এই মুহুর্তে একটাই কথা বলব স্বতন্ত্রভাবে নির্বাচন করুন অথবা অন্য জোটে যোগ দিন”।