ব্যক্তিগত আক্রমণ! পাল্টা উত্তর দিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে ব্যক্তিগত আক্রমণ করেন। পাল্টা প্রতিক্রিয়া দেন আরজেডি নেতা। তিনি বলেন, "এই ধরনের ব্যক্তিগত মন্তব্য তিনি কি লাভবান হবেন? "

author-image
Tamalika Chakraborty
New Update
fcr7cn5c_tejashwi-yadav-ani_640x480_05_March_23

নিজস্ব সংবাদদাতা:  মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্তব্যের প্রসঙ্গে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, "তিনি আমাদের যা ইচ্ছা বলতে পারেন। তিনি যাই বলুন না কেন তা আমার জন্য আশীর্বাদের মতো।কিন্তু বিষয় হল, এই ধরনের ব্যক্তিগত মন্তব্য তিনি কি লাভবান হবেন? নির্বাচনে বিহারের জনগণের ইস্যু নিয়ে আলোচনা করা উচিত। তাঁর উচিত শিক্ষা, কর্মসংস্থান এবং অভিবাসন বন্ধের বিষয়ে কথা বলা।"

nitish kumar patna .jpg

 

 tamacha4.jpeg