নিজস্ব সংবাদদাতা: JDU-এর জাতীয় সভাপতি ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমার গোলাম রসুল বালিয়াভি এবং হর্ষবর্ধন সিংকে JDU-এর জাতীয় সাধারণ সম্পাদক করেছেন। মঙ্গলবার দলটির সাধারণ সম্পাদক আফাক আহমেদ খান এ প্রজ্ঞাপন জারি করেন। তিনি বলেন, তার মনোনয়ন দলকে শক্তিশালী করবে।
এটি উল্লেখযোগ্য যে গুলাম রসুল বালিয়াভি রাজ্যসভা এবং বিহার বিধান পরিষদের সদস্য ছিলেন। অতীতে তিনি জেডির জাতীয় সাধারণ সম্পাদকও ছিলেন। লালন সিংয়ের কমিটিতে জাতীয় সম্পাদকের দায়িত্বও নিয়েছেন হর্ষবর্ধন জেডিইউ।