নিজস্ব সংবাদদাতা: নিতিন গড়কড়ির অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে চিকিৎসা বীমা প্রিমিয়ামের উপর 18 শতাংশ জিএসটি প্রত্যাহার করার অনুরোধ করেছেন। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ দোলা সেন বলেন, "আমি নীতিন গড়কড়ির (নির্মলা সীতারমনের কাছে) চিঠির সাথে একমত। আমি চাই চিকিৎসা বীমা প্রিমিয়ামের উপর যে 18 শতাংশ জিএসটি কার্যকর করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করা উচিত। যদি তিনি (নির্মলা সীতারমন) তা না করেন, তাহলে তিনি পদত্যাগ করা উচিত।"
/anm-bengali/media/media_files/S2OksbqrT7uQJvvEpt1v.jpg)