ইতিহাস সৃষ্টি ISRO-র, এবার কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী?

সোমবার প্রথম দিনেই সফলভাবে এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট (এক্সপোস্যাট) উৎক্ষেপণ করেছে মহাকাশ গবেষণা সংস্থাটি।

author-image
SWETA MITRA
New Update
isroooooooooooo.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ইসরো অর্থাৎ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ২০২৪ সাল একটু ধামাকাদার এন্ট্রি নিয়ে শুরু করেছে। আজ বছরের শুরুতেই মহাকাশে একটি নতুন উপগ্রহ পাঠিয়ে রেকর্ড গড়ল ইসরো। ইসরোকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকরি (Nitin Gadkari)। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, 'নতুন বছর শুরু হল এক নয়া ঝলক দিয়ে। টিম ইসরো (ISRO)-কে অভিনন্দন। পিএসএলভি-সি৫৮/এক্সপোস্যাট মিশন ২০২৪ (XPoSat Mission 2024) সুন্দরভাবে উৎক্ষেপণ করা হয়েছে এবং পিএসএলভি-সি৫৮ যানটিকে কক্ষপথে স্থাপন করা হয়েছে। 'পোয়েম-'-এর চিত্রনাট্যের কাজ চলছে। এই দুর্দান্ত সাফল্যের জন্য আমাদের নিবেদিত বিজ্ঞানীদের অভিনন্দন। এই ধরনের মাইলফলকগুলি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের প্রতিফলন ঘটায়। প্রধানমন্ত্রী মহাকাশ অন্বেষণে ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন।‘