নিজস্ব সংবাদদাতা: রিলায়েন্স গোষ্ঠীর বোর্ড অফ ডিরেক্টর বদল। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর বোর্ড অফ ডিরেক্টরসের পদ ছাড়লেন নীতা আম্বানি । অন্যদিকে, RIL বোর্ডে এলেন মুকেশ আম্বানির তিন সন্তান- ঈশা, আকাশ ও অনন্ত। সোমবার RIL-এর বার্ষিক জেনারেল মিটিং-এ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৈঠক শেষে রিলায়েন্স গোষ্ঠীর তরফে খবরটি ঘোষণা করা হয়েছে।