নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) সদস্য ও রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারপার্সন নীতা আম্বানি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, "ভারত খেলাপ্রেমী দেশ। টোকিও অলিম্পিকের সময় অলিম্পিক চ্যানেলে সর্বাধিক দর্শক ছিল ভারত থেকে। তখনই আমার মনে হয়েছিল, কীভাবে কমিটির সদস্যদের অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির জন্য রাজি করানো যায়।"
তিনি আরও জানান, এই কমিটির অনেকেই ক্রিকেটকে এখনও পাঁচ দিনের খেলা হিসেবে দেখতেন, কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটের সুবিধাগুলো বোঝানোর পর, তারা রাজি হন। " অলিম্পিকে এই খেলা যোগ হলে দুই বিলিয়ন মানুষ অলিম্পিকের দর্শক হবে। মত প্রকাশ করেন নীতা আম্বানি।