নিজস্ব সংবাদদাতা: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যে এদিকে চেয়ারম্যান নেই ওদিকে লোকপাল আমার কেস সিবিআইকে পাঠিয়েছে। হয়তো ঝাড়খণ্ডের পিটবুল অ্যাসোসিয়েশনের শাখা বিজেপির সান্নিধ্যে এসে আলো পাচ্ছে। এবার এই নিয়ে কড়া ভাষায় তৃণমূল সাংসদকে আক্রমণ করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি নিজের X হ্যান্ডেলে লেখেন, 'দুর্নীতিতে অভিযুক্ত সাংসদ পাগল হয়ে গেছেন। ঝাড়খণ্ডের ভূত, ভবিষ্যৎ, বর্তমান সম্পর্কে তিনি জানেন না। ঝাড়খণ্ডের সমস্ত নাগরিককে তিনি কুকুর বলছেন। ঝাড়খন্ডে ১৭৭৬ সালে তিলক মাঝি, ১৮৫৫ সালে সিধু-কানু, ১৮৯০ সালে ভগবান বিরসা মুন্ডা, রাজনারায়ণ বোস, অরবিন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নজরুল ইসলাম, শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে দেশ মুক্তি পেয়েছে। প্রত্যেকের ঘর ঝাড়খণ্ড। মহান বিজ্ঞানী যেমন বোস, বীরবল সাহনী এবং অর্থশাস্ত্রবিদ মহলানবিশ সবার ইতিহাস ঝাড়খণ্ডের সঙ্গে জড়িত। আজও এই দেশের ৫০ শতাংশ খনিজ আমাদের এখান থেকে আসে। চুরি ধরা পড়ে যাওয়ায় গালাগালি, যদি আপনি কিছু সংস্কার বাংলার ভদ্রলোকের কাছ থেকে শিখে আসতেন। ঝাড়খণ্ডিদের সব সময় চোরদের উচিত শিক্ষা দেওয়ার শখ রয়েছে। অপেক্ষা করুন'।