‘বাংলাদেশের সাথে যোগ জর্জ সোরোসের ছেলের, আর জর্জ সোরোসের সাথেই সম্পর্ক গান্ধী পরিবারের’

'এই সত্য সামনে আনব আমি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
nishikantss.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেছেন, “আমি ১০টি প্রশ্ন তুলতে চাই কিন্তু বিরোধীরা আমাকে তা করতে দিচ্ছে না। আমি গান্ধী পরিবার এবং জর্জ সোরোসের মধ্যে সম্পর্ক প্রকাশ করব। বাংলাদেশের সিইও মহম্মদ ইউনূসের সাথে জর্জ সোরোসের ছেলের একটি ছবি প্রকাশিত হয়েছে এবং তার ছেলে ৪ দিন বাংলাদেশে থেকেও গিয়েছেন। বাংলাদেশকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে আনার এবং আমাদের দেশকে বিভক্ত করার কেন্দ্র করা হয়েছে, আমি তা প্রকাশ করতে যাচ্ছি এবার। এই সত্য সামনে আনব আমি”।

jmm nishikant.jpg