নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, রবিবার পুরুষদের হাই জাম্প টি-৪৭ ফাইনালে দ্বিতীয় হওয়ার পরে প্যারিস ২০২৪ প্যারালিম্পিক্সে ভারতের সপ্তম পদক জিতেছেন নিষাদ কুমার। নিশাদ ২.০৪ মিটার স্বাচ্ছন্দ্যে সাফ করলেও ২.০৮ মিটারে ব্যর্থ হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের রডরিক টাউনসেন্ড তার প্রথম প্রচেষ্টায় ২.১২ সাফ করে স্বর্ণ জিতেছিলেন।
২৪ বছর বয়সী ভারতীয় টোকিওতে প্যারালিম্পিক গেমসে প্রথম অংশ নিয়েছিলেন এবং পুরুষদের হাই জাম্প টি-৪৭ বিভাগে ২.০৬ মিটারের নতুন এশিয়ান রেকর্ড নিয়ে রৌপ্য পদক জিতেছিলেন। টাউনসেন্ড ২০২১ সালেও প্যারালিম্পিকে সোনা জিতেছিলেন।
২০২২ এশিয়ান প্যারা গেমসে, তিনি চীনের হাংজুতে পুরুষদের হাই জাম্প টি৪৭-এ স্বর্ণপদক জিতেছিলেন।